Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা মেট্রোপলিটন নির্বাচনে কচি-স্বপন পরিষদের নিরঙ্কুশ বিজয়

    শেখ নাসির উদ্দিন: গতকাল শনিবার (১৫ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসব ও আনন্দঘন পরিবেশে খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতি'র নির্বাচন অনুষ্ঠিত হয়। 

    নির্বাচনে কচি-স্বপন পরিষদের প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। 

    সভাপতি পদে আলহাজ্ব শেখ মোঃ নুরুল হক (কচি) ৪৯৫ ভোট পেয়ে (চেয়ার প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম মৃধা পেয়েছেন ৪০০ ভোট (দোয়াত কলম প্রতীক),

    সিনিয়র সহ-সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান বিশ্বাস ভোট পেয়েছেন ৫০৭ (বাই সাইকেল প্রতীকে) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ রমিছুর রহমান পেয়েছেন ৩৮৭ ভোট (আনারস প্রতীকে), সহ সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ কবির হোসেন পেয়েছেন ৫০৬ ভোট (ছাতা প্রতীকে) তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৩৯০ ভোট (তালা প্রতীকে ), সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান স্বপন পেয়েছেন ৬২০ ভোট (হারিকেন প্রতীকে) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলহাজ্ব  শেখ আ ইকবাল তুহিন পেয়েছেন= ২৭৪ ভোট ( উড়োজাহাজ প্রতীকে ), যুগ্ম সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম জিকু পেয়েছেন ৬০৪ ভোট (মই প্রতীকে) ও মোঃ মাসুদ  পেয়েছেন ৫৭৪ ভোট (টেলিফোন প্রতীকে) এদের নিকটতম প্রতিদ্বন্দ্বি মেহেদী জামান পেয়েছেন ৩১৮ ভোট (মাছ প্রতীকে)  ও মোঃ জিয়াউর রহমান পেয়েছেন ১৬৯ ভোট (মোমবাতি প্রতীকে), সাংগঠনিক সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ সমসের খান পেয়েছেন ৫৭৯ ভোট (মোটরসাইকেল প্রতীকে) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ নাদের আলী  পেয়েছেন ২৫৩ ভোট (হাতী প্রতীকে), কোষাধক্ষ্য ও দপ্তর সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সৈয়দ মাহবুব আহম্মেদ পেয়েছেন ৪৭৮ ভোট ( চাঁদপ্রতীকে) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ সাইফুল ইসলাম ভোট পেয়েছেন ৩৫৩ ( বই প্রতীকে), পরিবেশক ও সালিশি বিষয়ক সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ আহিদুল ইসলাম ভোট পেয়েছেন ৩৯৬ (দেয়াল ঘড়ি প্রতীকে ) তার নিকটতম প্রতিদ্বন্দী মাহবুবুর রহমান মানিক ভোট পেয়েছেন ৩৮২ (খেজুর গাছ প্রতীকে), প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নকীব জসীম উদ্দীন ভোট পেয়েছেন ৫২৩ (কবুতর প্রতীকে) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ হাফিজুল ইসলাম ভোট পেয়েছেন ২৫৯ (মোবাইল প্রতীকে), ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এস. এম. নাজমুল হুদা রুহিত ভোট পেয়েছেন ৫৪৭ (ফুটবল প্রতীকে) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ বাবুল হোসেন ভোট পেয়েছেন ২৩২ (রাকেট প্রতীকে), কার্যকরী সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ হাফিজুর রহমান ভোট পেয়েছেন ৬৫০ (তাঁরা প্রতীকে) ও মোহাম্মদ ইমরান হোসেন রাজিব ভোট পেয়েছেন ৪৬০ (বাঘ প্রতীকে) এদের নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মোর্তজা মাহমুদ ভোট পেয়েছেন ৪৪৭ (কুঁড়েঘর প্রতীকে)

    সর্বমোট ১০৮৯ ভোটারদের মধ্যে ১০১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad