Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    লক্ষ্মীপুর জেলাতে নবনির্বাচিত চেয়ারম্যান জিসানসহ ৩১ জন গ্রেফতার

    সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃলক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা  ৬নং লামচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো, ফয়েজ উল্লাহ জিসানসহ ৩১জনকে গ্রেফতার করা হয়েছে।

    গতকাল  মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা চীফ জুডিশিয়াল রামগঞ্জ আমলি আদালতের তাঁরা স্বেচ্ছায় জামিন চাইতে গেলে বিচারক মোঃ আনোয়ার হোসেন তাদের জামিন নামঞ্জুর করে সি ডব্লিই মুলে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ আমলি আদালতের আইনজীবি খোরশেদ আলম। জানা যায়,তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ২০২১ইং তারিখের নির্বাচনের পূর্বে ২৪ নভেম্বর লামচর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মাহেনারা পারভিন পান্নার ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফয়েজ উল্লাহ জিসানসহ ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক উপাদান আইনে রামগঞ্জ থানায় মামলা করেন। পরবর্তিতে ২৮ তারিখ নির্বাচনে ফয়েজ উল্লাহ জিসান নির্বাচিত হন এবং হাইকোর্ট ৪ সপ্তাহ আগাম জামিন পান। আজ আগাম জামিনের মেয়াদ শেষে স্বেচ্ছায় জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad