ডুমুরিয়ায় জেলা ডিবি পুলিশের অভিযানে ভেজাল সার প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ গ্রেফতার ০১
খুলনা জেলার গোয়েন্দা( ডিবি) পুলিশ সূত্রে জানা যায় গত সোমবার ০৩/০১/২০২২ সকালে জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান, এসআই(নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ভেজাল সার প্রস্তুত ও বিক্রয়ের কথা গোপন সংবাদের ভিতিত্বে জানতে পেরে, ডুমুরিয়া থানাধীন টিপনা গ্রামস্থ মোঃ সুলতান গাজী এর বাড়ীতে উপস্থিত হয়ে ১। মোঃ সুলতান গাজী (৪২), পিং- মৃত: নওয়াব আলী গাজী, সাং- টিপনা (গাজী পাড়া), থানা- ডুমুরিয়া, জেলা-খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে নিরেট ৫৫ ইসি, ১০০ মিলি ০৫ বোতল, টপ বোরন বোরন সার ৫০০ গ্রামের ০৫ প্যাকেট, সান বোরোন ৫০০ গ্রামের ১২ প্যাকেট, তারা জিংক ১৭ গ্রামের ৫০ প্যাকেট, সান চিলি ১৭ গ্রামের ৩৫ প্যাকেট, নাবীলভিট ৮০ ডব্লিজি, ০১ কেজির ০৫ প্যাকেট, CANTON SUPER FINE CORN FLOUR ০২ প্যাকেট, একটি সাদা পলিথিনে জিপ সার, একটি সাদা পলিথিনে জিপ সার, একটি সাদা বস্তায় ক্যালসিয়াম সার ২০ কেজি, একটি প্লষ্টিকের বোতলে সাদা রঙের গুড়া আঠা, ,০১টি প্লাষ্টিকের বোতলে সাদা পাউডার, ০১টি প্লাষ্টিকের বোতলে সবুজ রং, ০১টি প্লাষ্টিকের বোতলে কমলা রং, প্যাকেট জোড়া লাগানো মেশিন ০১টি, ০২টি সাদা রঙের ছোট প্লাষ্টিকের ড্রাম, ০১টি নীল রঙের মুখ কাটা ছোট প্লাষ্টিকের ড্রাম, ০১টি ছোট নীল রঙের প্লাষ্টিকের ড্রাম, যাহার ভিতরে ২৮ কেজি তরল পদার্থ, নাবীলভিট ০১ কেজির প্লাষ্টিকের খালি প্যাকেট ৭৫০ পিচ, সান বোরোন ৫০০ গ্রামের প্লাষ্টিকের খালি প্যাকেট ৩০০ পিচ, হাই বোরোন ১০০ গ্রামের প্লাষ্টিকের খালি প্যাকেট ২০০ পিচ, তারা জিংক ১৭ গ্রামের প্লাষ্টিকের খালি প্যাকেট ৪০০ পিচ উদ্ধার করে। এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান উক্ত ভেজাল সার উদ্ধার সংক্রান্তে জব্দতালিকা মুলে ডুমুরিয়া থানায় সার ব্যবস্থাপনা আইনের ১৬/১৭ (৩) ধারায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সুলতান গাজী (৪২) দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ক্ষতিকর দ্রব্যের সংমিশ্রন ঘটাইয়া স্থানীয়ভাবে তাহার বসত বাড়ীতে ভেজাল সার উৎপাদন পূর্বক অবৈধভাবে বিভিন্ন কোম্পানির প্যাকেটে বাজারজাত করে আসছিলো, তাছাড়া কৃষকদের সরলতার সুযোগে বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংসের মুখে ধাবিত করে থাকে।
No comments
please do not enter any spam link in the comment box.