কেশবপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে ৩ হাজার টাকা জরিমানা
পরেশ দেবনাথ, কেশবপুর, (যশোর)// কেশবপুরে করোনা ভাইরাসজনিত রোগের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাবে কেশবপুরে জারিকৃত সরকারি নির্দেশনা না মানায় ৩ ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ২ জন বস্ত্র ব্যবসায়ী ও একজন বাসের চালক রয়েছেন। শনিবার সকালে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসজনিত রোগের ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাবে সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় শহরের মধুসড়কের ব্যবসায়ী মহিউদ্দিনকে ১ হাজার, ব্যবসায়ী ইকরামুল হোসেনকে ১ হাজার ও শহরের ত্রিমোহিনী মোড় থেকে বাস চালক হাবিবুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ২৪ (১) অপরাধে ২৪ (২) ধারায় তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন।
এ সময় ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী অফিসার বিশ্বজিৎ দত্ত সহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন ।
No comments
please do not enter any spam link in the comment box.