Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনাসহ আট বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন

    খুলনার খবর// খুলনাবাসীর দীর্ঘদিনের আরো একটি দাবি পূরণ হল। বিভাগীয় শহর খুলনায় স্থাপিত হতে যাচ্ছে সমন্বিত ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিট। 

    আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনাসহ আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সমন্বিত ইউনিটের মধ্যে ক্যান্সারের জন্য ১১৫টি কিডনীর জন্য ১৬৫টি এবং হৃদরোগ চিকিৎসার জন্য ১৮০টি শয্যা থাকবে।


    খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত শহীদ আবু নাসের হাসপাতালে হৃদরোগ, কিডনীর চিকিৎসায় পৃথক ইউনিট থাকলেও চাহিদার তুলনায় শয্যা ও চিকিৎসক সংকট ছিল অনেক। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামেরও ঘাটতি ছিল।


    খুলনা সদর হাসপাতালে নামেমাত্র হৃদরোগের চিকিৎসা দেয়া হয়।যথাযথ চিকিৎসা ‍খুলনায় না থাকায় অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে যেতে হয়।এছাড়াও খুলনার বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক এ সুযোগে রোগীদের কাছ থেকে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার নামে ইচ্ছেমত টাকা আদায় করা হচ্ছিল। সরকারের এই প্রকল্প বাস্তবায়নের ফলে তৃণমূল পর্যায়ে অসংক্রামক রোগের চিকিৎসা সহজ লভ্য হবে, বিদেশে চিকিৎসা গ্রহণের প্রবণতা কমবে এবং বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে।


    আজ রোববার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে  যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর পক্ষে ফলক উন্মোচন করেন খুলনা সিটিকর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক।

    এসময় বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad