অভয়নগরের সিদ্ধিপাশায় পানবরজ পুড়ে ছাই , দু মালিকের ক্ষতি ৫ লক্ষাধিক টাকা
১৯ জানুয়ারি বুধবার বিকাল ৪ টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বরজপুড়ে ছাই হওয়া সেই মার্মান্তিক দৃশ্য । হাসান শেখের ছেলে আবুল কাশেম ও হাসান গাজীর ছেলে ইব্রাহিম গাজী তারা দুজন পাশাপাশি ১ বিঘা জায়গাতে পানের চাষ করেছিল। গত ১৮ ই জানুয়ারি ২০২২ ইং মঙ্গলবার দুপুর ৩ টার দিকে কে বা কারা আবুল কাশেমের পানের বরজে আগুন দেয় , মূহুর্তেই সমস্ত বরজে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়োন্ত্রনের চেষ্টা করে ততক্ষণে দুটি বরজ পুড়ে ছাই হয়ে যায় বলে জানালেন স্থানীয়রা । মালিক আবুলকাশেম অঝর ধারায় কাদতে কাদতে জানালেন যে, কে আগুন দিয়েছে দেখতে পারিনাই।
আমার দুটি সন্তান দের মুখে খাবার তুলে দেওয়ার মত আর কোন রোজগারের পথ থাকলো না। অন্য মালিক বরজ পুড়ে ছাই হওয়ার বিষয়ে জানালেন, লোনের টাকা তুলে ও মাহাজনের কাছ থেকে সার তেল বাকি এনে লিচের জমিতে পানের চাষ করেছিলো এখন পান পুড়ে ছাই হয়ে গেছে আমি সর্বশান্ত হয়ে গেছি। স্থানীয় নবিয়ার হোসেন , দাউদ আলি বিশ্বাস , হাবিবুর শেখ , সহ এলাকার একাধিক ব্যক্তি ক্ষতিগ্রস্থ এদুইটি পরিবারের পাশে উপজেলা প্রসাসন , রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয়দের এগিয়ে আসার আহবান করেছেন ।
No comments
please do not enter any spam link in the comment box.