খুলনায় বেড়েছে করোনা সংক্রমণ, দোকান-শপিংমল রাত ৮ টার পর বন্ধ ঘোষনা
খুলনার খবর// খুলনায় সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘন্টায় ১৪৫ টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের শতকরা হার ৬ দশমিক ২১। আক্রান্তদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন নারী।
গত সোমবার ৭ জন, মঙ্গলবার ১২ জন করোনা শনাক্ত হন। এ মুহুর্তে খুলনার কোভিড হাসপাতালে ১৪ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। ২ জন আইসিইউতে রয়েছেন।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় গতকাল ১১ জানুয়ারী মঙ্গলবার থেকে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও কাঁচামালের আড়ত ছাড়া খুলনার সকল দোকান ও শপিংমল রাত ৮ টায় বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
গত ৬ জানুয়ারী খুলনা জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মাস্ক ব্যবহারসহ সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হচ্ছে।এবং দোকান শপিংমল সব কিছু রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।আদেশ অমান্যকারী প্রতিস্ঠান দোকান,শপিংমলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানানো হয়।
খুলনার করোনা পরিস্থিতির বিষয়ে তিনি আরো বলেন, এ পর্যন্ত খুলনায় মোট ২৮ হাজার ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৭৭ জন। সর্বশেষ গত ২৫ নভেম্বর জেলায় একজন করোনা রোগী মারা যান।
No comments
please do not enter any spam link in the comment box.