পাইকগাছায় পুলিশের এস আই আয়ুব আলীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি // পাইকগাছায় হরিঢালী পুলিশ ফাঁড়ির এস আই আয়ুব আলীর বিরুদ্ধে চুরি সন্ধেহে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে মাদক মামলা দিয়ে কোর্টে সোপর্দ করার অভিযোগে পাইকগাছা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন হয়েছে।
আজ শনিবার দুপুরে পাইকগাছা প্রেস ক্লাবে হাজির হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সোহানুর রহমানের মা মোছাঃ নাজমুন নাহার। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের ময়নদ্দিন হাজরার সহিত পার্শবর্তী প্রতিবেশী মোফাজ্জেল হাজরার ছেলে সেলিম হাজরাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। থানা পুলিশের কথিত সোর্স সেলিম হাজরা আমাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে বিভিন্ন ষড়যত্রে লিপ্ত রয়েছে। গত ৪ জানুয়ারি সকাল ৭টার সময় সেলিম হাজরার মেয়ের মোবাইল ফোন হারানো সংক্রান্ত বিষয়ে আমার ছেলে সোহানুর রহমানকে পুলিশ ফাঁড়ির কথা বলে ডেকে নিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে আমার ছে্রেকে গাছের সাথে বেঁধে লাঁঠিপেটা করে আহত করে। এসময় কথিত পুলিশের সোর্স খ্যাত সেলিম স্থানীয় ক্যাম্পের এসআই আয়ুব আলীকে ডেকে এনে আমার পুত্রকে ফাঁড়িতে নিয়ে যায়। পরবর্তীতে পাইকগাছা থানায় এনে কয়েক দফা লাঁঠি পেটায় ছেলের বাম হাটু ফেঁটে রক্তাক্ত আহত হয়। পরে এসআই আয়ুব আলী বাদী গয়ে থানায় একটি মাদক মামলা করে। তাকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।
এঘটনায় সোহানুর রহমানের মা ছেলেকে পিটিয়ে আহত ও মাদক মামলায় ফাঁসানোর সুবিচার দাবী করে পাইকগাছা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে।
পাইকগাছার হরিঢালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আয়ুব আলী অভিযোগ সম্পর্কে জানান, আসামী সোহানুর রহমান কে আটক করেছি।তার বিরূদ্ধে আইনতঃ ব্যাবস্থা নিয়েছি তাকে আমি মারিনাই। যে সব অভিযোগ করা হয়েছে সেগুলো মিথ্যা।
No comments
please do not enter any spam link in the comment box.