বটিয়াঘাটা উপজেলা ২নং বটিয়াঘাটা ইউনিয়নে দ্বি--বার্ষিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
মোঃ ইমরান,বটিয়াঘাটা উপজেলা,খুলনা// গতকাল খুলনার বটিয়াঘাটা উপজেলায় ২নং বটিয়াঘাটা সদর ইউনিয়নের দ্বি-বার্ষিক উন্নয়ন সমন্বয় সভা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ইউপি সচিব মোঃ শামিম উজ্জামান ।
ইউনিয়নের সকল বিষয আলোচনা পর্যালোচনা করা হয়,আগামী কর্ম পরিকল্পনার জন্য উপস্থিত সকলের মতামত গ্রহন করা হয়।পঞ্চমবার্ষিকী পরিকল্পনা কমিটি গঠন করা হয়।কমিটিতে ৫ জন ইউপি সদস্য, একজন এনজিও কর্মী, কৃষিবিভাগের একজন,৭ সদেস্যের কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য শ্রমিক লীগের বটিয়াঘাটা উপজেলার সভাপতি জনাব নজরুল ইসলাম খান । কে এম এস এস প্রোজেক্ট কোয়াডিনেটর ( ইপিআর) কাজী বাবরআলী,ও শামীমা পারভিন,ইসমত আরা খাতুন,রুপান্তরের (খুলনা)জেলা সমন্বয়কারী দীপ্তি রায়,, ও কল্যানি মন্ডল, গোবিন্দ দাস রায় পরিবার পরিকল্পনা,দীপ্ত মল্লিক ( F W W) গোপাল মজুমদার (জে,এস এস) । জসিম সরদার,জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর,মৃম্ময় মন্ডল আনসার ও ভিডিপি, সাহিনা খাতুন, মোঃফরিদ শেখ,ইউপি সদস্য অলোকেশ সরককর,আলম ভূঁইয়া, সুভাস গাইন,গোবিন্দ বাছাড়,রবীন্দ্র নাথ বৈরাগী, প্রোসেনজীৎ বৈরাগি,বিপুল ইজেদ্দারর,,সংরক্ষীত মহিলা ইউপি সদস্য বিউটি মন্ডল, রমা রানী মন্ডল,সুচিত্রা রায়,আরও অনেকে উপস্থিত ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.