যশোর শহরের মাংস বিক্রেতার নগদ টাকা ছিনতাই-খুলনার খবর
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোর শহরের বেজপাড়ার বিহারীপাড়া রানুর দোকানের সামনে থেকে গতিরোধ করে মাংস বিক্রেতার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্ততা।এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে,যশোর শহরের বেজপাড়া গোলগোল্লার মোড়স্থ আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান ডলারসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলাটি করেছেন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার হাতিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডস্থ ভাড়াটিয়া মাংস বিক্রেতা আবুল কালাম আজাদের স্ত্রী মোছাঃ বিথী খাতুন।
বিথী খাতুন জানান, তার স্বামী আবুল কালাম আজাদ যশোর শহরের বড় বাজারে মাংস বিক্রি করে। মাংস বিক্রির কালেকশনের টাকা নিয়ে বাড়িতে ফেরার সময় গত ১২ আগষ্ট সন্ধ্যা আনুমানিক পৌনে ৬ টায় বেজপাড়া বিহারীপাড়া রানুর দোকানের সামনে পাকা গলির ভিতর পৌছালে উক্ত মেহেদী হাসান ডলারসহ তার সহযোগী অজ্ঞাত নামা আসামীরা বাদীর স্বামীর গতিরোধ করে তার কাছে থাকা টাকা দিতে বলে।মাংস বিক্রেতা আবুল কালাম আজাদ টাকা দিতে রাজী হওয়ায় ডলার তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আবুল কালাম আজাদের ডান উরুর সামনে ও পিছরে স্বজোরে একটি করে দু’টি পোচ দিয়ে গুরুতর জখম করে।
এভাবে চাকু দিয়ে আবুল কালাম আজাদকে আঘাত করে তার পরনের জিন্স প্যান্টের পকেটে থাকা মাংস বিক্রির নগদ ৩০ হাজার টাকা ও ১৩ হাজার ৫শ’ টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা আবুল কালাম আজাদকে মারপিট করতে থাকলে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা রাতের আধারে খুন জখমের হুমকী দিয়ে চলে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন মাংস বিক্রেতাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
No comments
please do not enter any spam link in the comment box.