Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অভয়নগরে কয়লা তৈরির চুল্লি ভেঙে গুড়িয়ে দিল আদালত- খুলনার খবর

    প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // যশোরের অভয়নগরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানার চুল্লি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।আজ সোমবার (১৬ আগস্ট) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধূলগ্রাম ও সোনাতলা অঞ্চলের চৌষট্টি (৬৪) কাঠ কয়লার চুল্লি ভেঙে দেয় খুলনা বন ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিট্রেট ও উপ-পরিচালক মাশরূবা ফেরদৌস।


    পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, দীর্ঘদিন ধরে প্রশাসনের অগোচরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল স্থানীয় কিছু প্রভাশালীরা। ইতোমধ্যে কয়েকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে চুল্লিগুলো ভেঙেও দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে কোনো এক অদৃশ্য শক্তি নিয়ে আবার নতুন উদ্যোমে শুরু করেন এই অপকর্ম।


    স্থানীয় ভুক্তভোগীরা জানান, এই চুল্লির কারণে ঘনবসতিপূর্ণ এ অঞ্চলের সবুজ গাছপালাগুলো ধূসরে পরিণত হতে শুরু করেছে। বিস্তীর্ণ সবুজ ক্ষেতের পাতা পুড়ে গেছে। গাছের ডালপাতা পুড়ে গেছে ধোয়ার বিষাক্ত বাতাসে। মারা যাচ্ছে নদীর পাড়ের বিভিন্ন প্রজাতীর গাছ। যার ফলে একদিকে বন উজাড় হচ্ছে অপরদিকে পরিবেশ হচ্ছে দূষিত। স্থানীয় শত শত ব্যক্তি ইতিমধ্যে শ্বাস কষ্টে আক্রান্ত হয়েছে। বৃদ্ধ, শিশু ও পরিবেশ সবই ভয়াবহ সংকটের মুখে। প্রশাসনের নিরবতায় প্রভাবশালীরা থোড়ায় কেয়ার করছে না অসহায়ের এই আহাজারি।


    সংবাদপত্রে ঘটনা প্রকাশের পর নড়েচড়ে বসে পরিবেশ অধিদপ্তর। সোমবার সকালে স্থানীয় ক্যাম্পের পুলিশের সহযোগিতায় চৌষট্টি (৬৪) চুল্লি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয় পরিবেশ অধিদপ্তরে নির্বাহী ম্যাজিট্রেট।


    এ সময় উপস্থিত ছিলেন যশোর পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. শরিফুল ইসলাম, অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খান এহসান উল আলম এবং আমতলা ও সোনাতলা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যবৃন্দ।


    এ বিষয়ে নবম শ্রেণির ছাত্র আকাশ বলেন, কয়লা তৈরির এই চুল্লি থেকে বিষাক্ত ধোয়ার কারণে আমরা বাড়িতে থাকতে পারি না। তবে এই চুল্লি ভেঙে ফেলাই আমরা খুশি হয়েছি।


    ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নাজিম মোল্লা জানান, এই অবৈধ কয়লা তৈরির চুল্লি ভেঙে ফেলায় জনমনে স্বস্তি পেয়েছে। কিন্তু প্রশাসনের সব সময় নজরদারিতে রাখতে হবে । আবার যেন নতুন করে এই অপকর্ম শুরু না করে।


    দীর্ঘদিন ধরে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, পরিবেশ অধিদপ্তর সরকারের একটা অংশ। তবে দীর্ঘদিন ধরে এই উপজেলাতে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ দূষিত করছে এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।


    এ বিষয়ে খুলনা বন ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিট্রেট ও উপপরিচালক মাশরূবা ফেরদৌস বলেন, প্রশাসনের অগোচরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির এই চুল্লি থেকে ধোঁয়া পরিবেশের ক্ষতি সাধিত হচ্ছে। ফলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এই চুল্লি ভেঙে দেয়া হয়েছে। এখন থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad