Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

    খুলনার খবর// চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী নামক স্থানে তেলবাহী রেল ট্যাংকারের পাঁচটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

    গতকাল রোববার (২৯ আগস্ট) রাত ১২টা ৪০মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের খুলনার এরিয়া অপারেটিং ম্যানেজার মো. মুজিবুর রহমান।

    এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

    আজ সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।


    উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশে ৩০টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় চারটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এ লাইনে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    রেলওয়ের খুলনার এরিয়া অপারেটিং ম্যানেজার মোঃ মুজিবুর রহমান জানান, পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুপুর ১টা পর্যন্ত সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad