পাইকগাছার গদাইপুর ইউনিয়ন আ'লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি// পাইকগাছার গদাইপুর ইউনিয়ন আ'লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রবিবার বিকেলে ইউনিয়ন আ'লীগের অফিস চত্তরে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আ'লীগের আহবায়ক নির্মল চন্দ্র অধিকারী সভাপতিত্বে গদাইপুর ইউপি নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিয়াদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।খুলনা জেলা আ'লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার শেখ শহীদু উল্লাহ, আ'লীগ নেতা আলহাজ্ব শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম,আঃ রাজ্জাক মলঙ্গী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন,শেখ জিয়াউর রহমান জিয়া,এসএম সৈয়দ আলী,মাহফুজুল হক কিনু,শেখ মিরাজ হোসেন, কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু,শেখ মাসুদুর রহমান,অনুপ কুমার ঘোষ,আঃ আজিজ মোড়ল,শেখ মোসলেম উদ্দিন,মোঃ হায়দার আলী মোড়ল, অজিত বিশ্বাস, মোঃআফিল উদ্দিন মোঃ মোসলেম মোড়ল,বিবেক ধর,সঞ্জয় সরকার,রহমত আলী, মিয়াজান আলী,মোঃ মেহেদী হাসান (নান্টু), এস এম আরিফ নায়েব,বাবুল গাজী,কুনা মোড়ল,আঃ মালেক,আরশাদ আলী গাজী, সহ আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে, প্রকৃত দেশপ্রেম নিয়ে সচেতনতার সঙ্গে আমাদের সকলকে দেশের জন্য কাজ করতে হবে। সেটাই হবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের শ্রেষ্ঠ উপায়।
বাংলাদেশ যতদিন থাকবে, পৃথিবীর ইতিহাস যত দিন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব একইভাবে প্রোজ্জ্বলিত হবেন প্রতিটি বাঙালির হৃদয়ে, প্রতিটি মুক্তিকামী, শান্তিকামী, মানবতাবাদীর হৃদয়ে। বঙ্গবন্ধুর জীবন দর্শন চিরকাল বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে- পথ দেখাবে। বাঙালি জাতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসায় বাংলাদেশের ইতিহাস বিনির্মাণের কালজয়ী এ মহাপুরুষকে চিরকাল স্মরণ করবে।
No comments
please do not enter any spam link in the comment box.