পাইকগাছায় পূর্ব বিরোধের জেরে নার্সারী ম্যানেজারকে কুপিয়ে রক্তাক্ত জখম,আটক ১
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা,প্রতিনিধি// পাইকগাছায় পূর্ব বিরোধের জেরে রাহাত নার্সারীর ম্যানেজারকে প্রতিপক্ষরা কুপিয়ে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই করার অভিযোগে একজনকে পুলিশ আটক করেছেন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টায় দক্ষিণ সলুয়ার সলেমান সরদারের পানির বরিং মেশিনের পাশে। থানায় এ সংক্রান্ত ৫ জনের নামে মামলা হয়েছে।
মামলার বিরবণে জানা যায়, উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের আকবার মোড়লের সাথে আজহারুল ফকিরদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে রাহাত নার্সারীর ম্যানেজার আকবার মোড়ল সকালে নার্সারীতে আসার সময় প্রথিমধ্যে দাড় করায় এ সময় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার কারণ জানতে চাওয়ার অপরাধে আকবারকে দা দিয়ে মাথা ও পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় গত দিনের চাঁরা বিক্রয়ের ৬৫ হাজার টাকা ছিনতাই করে নেয়। গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় স্থানীয়রা আকবারকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় প্রতিপক্ষ জয়নব নামে এক মহিলা ৯৯৯ এ ফোন করে আসল ঘটনা ধামাচাপা দিতে আজাহারুল নামক একজনকে মেরে গুম করার অভিযোগ করেন। ঘটনার পরপরি কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে সৃষ্ট ঘটনার বিষয়ে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের কাছে শুনে মিথ্যা তথ্য দিয়ে ৯৯৯ ফোন করে থানা পুলিশকে হয়রানী করায় আজাহারুল ফকিরকে আটক করে। এঘটনায় প্রতিবেশী ভাই সৈয়দ মিনার হোসেনের মাধ্যমে আকবার বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেছে। অন্যান্যরা পলাতক রয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.