বটিয়াঘাটা উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ
মোঃ ইমরান,বটিয়াঘাটা, খুলনা,প্রতিনিধি// বটিয়াঘাটা থানা ট্রাফিক মোড়ে খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্ৰাম সহ সারা দেশে বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, মূর্তি, বাড়িঘর ভাংচুর,ধন-সম্পদ লুটপাট এবং নারী নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় সহ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নের দাবীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক বটিয়াঘাটা উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার এর সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. মনোরঞ্জন মন্ডল,বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বিআরডিবি চেয়ারম্যান ফরিদ রানা, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা পূজা পরিষদে সহ-সভাপতি প্রতাপ ঘোষ,জাতীয় হিন্দু মহাজোট বটিয়াঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরিতোষ রায়, খুলনা জেলা জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি পরাগ গাইন, সাধারণ সম্পাদক পরাগ রায়, বটিয়াঘাটা কলেজের সাবেক অধ্যক্ষ গৌর চন্দ্র রায়, সাধারণ জনগন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমে কর্মী সহ ৫০/৬০ জন।
উক্ত কর্মসূচিতে সভাপতি তার বক্তব্যে রূপসা উপজেলার শিয়ালী গ্ৰামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়, মূর্তি, বাড়িঘর ভাংচুর,ধন-সম্পদ লুটপাট এবং নারী নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সাথে সাথে সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় সহ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নের দাবীও জোর দাবী জানান। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সঞ্চালনা করেন খুলনা জেলা হিন্দু যুব মহাজোটের সদস্য সবুজ মিস্ত্রি।
No comments
please do not enter any spam link in the comment box.