আজও পরিচয় মেলেনি অজ্ঞাত লাশের -খুলনার খবর
মোঃ ইমরান,বটিয়াঘাটা,খুলনা// বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করা হয় বেশ কিছুদিন আগে।বটিয়াঘাটা থানা পুলিশ অঞ্জাতনামা এই লাশটি উদ্ধার করে।
স্থানীয় এক নৌকা মাঝি মোহনার নদী দিয়ে লাশটি ভেসে যেতে দেখে, অন্যদের সহযোগিতায় লাশটিকে বেধে রেখে থানায় খবর দেয়।খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল কবিরের নির্দেশে এস আই তাহিদ ও সঙ্গীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়। যার মামলা নং ২১/২০।মামলার তারিখ ১/৯/২০২০ইং।মামলার তদন্তকারী অফিসার তাওহিদ এর সাথে কথা বলে জানা যায়,এখনো পর্যন্ত দীর্ঘ সময় খোজ খবর নিয়েও লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি।
No comments
please do not enter any spam link in the comment box.