Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছায় ১৫ বছরের যাতায়াতের পথ বন্ধ করে স্থায়ী স্থাপনা,প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

    মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি// পাইকগাছা পৌরসভায় যাতায়াতের পথে পাকা স্থাপনা তৈরীর করে ১০ টি পরিবার অবরুদ্ধ করে রাখার অভিযোগ। পৌরসভা ও উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে স্থাপনার নির্মান কাজ বন্ধ।


    জানা গেছে, পৌরসদরের ৫ নং ওয়ার্ডে আবুবক্কর গাজীর চার পুত্রের দেড় বিঘা জমি রয়েছে। বড় ছেলে রাস্থার পার্শের অংশ হওয়ায় আন্য তিন ছেলে পিছন থেকে যমুনা শো রুমের মালিক আলমগীর কবির সবুজ, ফারিয়া সু ষ্টোরের মালিক আব্দুল আজিজ সরদার ও তানিয়া মৎস আড়ৎ এর মালিক আসলাম পারভেজ এর নিকট বিক্রি করে দেয়। পরে জমি ক্রেতারা যাতয়াতের রাস্তা তৈরি করে প্রায় ১৫ বছর ধরে যাতয়াত করছে। এ নিয়ে সোমবার দুপুরে আবুবক্কর গাজীর বড় ছেলে ইউনুস আলী গাজীর ওয়ারেশরা দীর্ঘ দিনের যাতয়াতের রাস্তা বন্ধ করে দিয়ে পাঁকা স্থাপনা তৈরি করে অন্য শরীকদের যাতয়াতের পথ বন্ধ করে দেয়। এবিষয়ে শরীকরা উপায়ন্ত না পেয়ে পৌর মেয়র ও উপজেলা প্রশাসনকে অবিহিত করেন। প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে পৌছে স্থাপনার কাজটি বন্ধ করে দেন। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর রবি শংকার মন্ডল ও কাউন্সিলর ইমরান সরদার উপস্থিত ছিলেন। 


    পাইকগাছা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু জানান, যেহেতু পৌর অভ্যন্তরে সেতেতু পৌরসভার অনুমতি না নিয়ে পাঁকা স্থাপনা তৈরি করায় সেটি বন্ধ করে দেয়া হয়েছে।


    উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার হক বলেন, যাতয়াতের রাস্তা বন্ধ করা এটি গণ উপদ্রবের মধ্যে পড়ে। প্রাথমিকভাবে তাদেরকে কাজ বন্ধ করার কথা বলা হয়েছে। যদি তারা কাজ বন্ধ না করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad