পাইকগাছার দেলুটিতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা প্রদান
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি /খুলনা জেলার পাইকগাছা উপজেলার অধিক দূর্যোগ ঝুঁকিপূর্ণ দেলুটি ইউনিয়নে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ৫৫০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহয়তা ১০০০/=(এক হাজার)টাকা প্রদান অনলাইন জুম মিটিং এর মাধ্যমে শুভ উদ্ভোধন করেন পাইকগাছা উপজেলার মানবিক জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল, আওয়ামীলীগ নেতা অনিল মল্লিক,সুকৃতি মোহন সরকার,এ্যাড.পিযুষ কান্তি সরকার,মনোরঞ্জন মহালদার,কুমুদ রঞ্জন রায়,বিমল ঘোরামী ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল,কিংশুক রায়,সুকুমার কবিরাজ,রণধীর মন্ডল,আশিষ কুমার হালদার,চম্পক বিশ্বাস,নিরাপদ দফাদার,চঞ্চলা রানী মন্ডল,প্রীতিলতা ঢালী,ডালিম রায়,ইউপি সচিব নিরাপদ মল্লিক, যুবলীগ নেতা রাম চন্দ্র টিকাদার,শেখ মোহম্মদ আলী,স্মৃতিশ রায়,নিতীশ সরদার,বিশ্বজিত মন্ডল হারু,দীলিপ মন্ডল,বিবেক মন্ডল,মেরী রানী সরদার,আলমগীর মোড়ল,সত্যেন রায়,লিটু টিকাদার,অভিজিৎ মন্ডল,সহ প্রমুখ।
No comments
please do not enter any spam link in the comment box.