যশোরে ভুয়া ডিএসবি পুলিশ পরিচয় উর্দ্ধতন কর্মকর্তা আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোরের সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকায় অভিযান চালিয়ে আহসান কবির (৪৩) নামে একজন ভুয়া ডিএসবি কর্মকর্তাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ সদস্যরা।
আটক আহসান কবির সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের কাজী আবুল কাশেমের পুত্র বলে জানা গেছে।
যশোরে ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করার দায়ে আহসান কবির নামে এক ভুয়া ডিএসবি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।এই ভুয়া ডিএসবি কর্মকর্তা দীর্ঘদিন ধরে যশোর সদর উপজেলার চুলকাটি কুন্ডুপাড়া আলমগীরের ভাড়াটিয়া হিসাবে বসবাস করতো।
কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, আটক আহসান কবির নিজেকে ডিএসবি পুলিশের কর্মকর্তার পরিচয় দিতেন। সে যেকোন লোকজনের যেকোনো সময় চাকরি দিতে পারে বলে প্রচার করতেন। গ্রাম গঞ্জের সরল মানুষ গুলো তার মিষ্টি কথায় বিশ্বাস করে তাকে চাকরির জন্য টাকা দিতেন। এরপর সে চাকরি দেয়ার নাম করে লোকজনকে বছরের পর বছর ঘোরাতেন। সর্বশেষ যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকার জহিরুল ইসলাম গত ২৩ জুলাই ২০২১ তারিখে তার ছেলে মিন্টু আলীর (২৩) চাকরি পাওয়ার জন্য প্রতারক আহসান কবিরের কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা দেন।
এরপর থেকেই সে চাকরি না দিয়ে বিভিন্ন প্রকার টালবাহানা শুরু করে। টাকা ফেরত চাইলে সে তাদেরকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি, হুমকি প্রদান করতেন। এমনকি বাড়াবাড়ি করলে জীবন নাশের হুমকি দেখাতেন। অবশেষে নিরুপায় হয়ে জহিরুল ইসলাম যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে। চুড়ামনকাঠি এলাকা থেকে তাকে আটক করে যশোর কোতয়ালী থানা পুলিশ সদস্যরা।
যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম আমাদের এ প্রতিনিধিকে জানান, একটি প্রতারণা মামলার ভিত্তিতে আহসান কবিরকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে সে নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে অনেক লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। আটকের পর দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে ।
No comments
please do not enter any spam link in the comment box.