কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
খুলনার খবর// কুষ্টিয়ার পোড়াদহ দোস্তপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় শাকিল আহমেদ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ রবিবার সকালে পোড়াদহ আল বারাকাত রাইচ মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল কুষ্টিয়ার বেলঘরিয়া এলাকার শাহ আলমের ছেলে। তিনি কুষ্টিয়ার একটি প্রতিষ্ঠানের শ্রমিক হিসাবে নিযুক্ত ছিলেন।
প্রতক্ষদর্শীরা জানায়,নিহত শাকিল আহমেদ মোটরসাইকেল যোগে পোড়াদহ বাজারের দিকে আসছিলেন। পথে পোড়াদহ এলাকায় আল বারাকাত রাইস মিলের কাছে এসে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
No comments
please do not enter any spam link in the comment box.