পাইকগাছা উপজেলা অন্ত্যজ পরিষদের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
উপজেলা অন্ত্যজ পরিষদের সভাপতি অনিমা মন্ডলের সভাপতিত্বে এবং সম্পাদক সবিতা বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি ও রেখা রানী বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, বেসরকারী সংগঠন উত্তরণের উপজেলা ব্যবস্থাপক মাহফুজা সুলতানা। সভায় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার দলিত জনগোষ্ঠির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশন-এর প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল কুমার চক্রবর্তী। তিনি ভূমিজ ফাউন্ডেশন কতর্ৃক পরিচালিত প্রকল্প ও উপজেলা অন্ত্যজ পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন। ইউনিয়ন পর্যায়ের দলিত নেত্রীবৃন্দ তাদের বিগত দিনের কার্যক্রম, অর্জন, ঝঁুকি ও অভিজ্ঞতাসমূহ তুলে ধরেন। সভায় সম্মানিত অতিথিবৃন্দকে উপজেলা অন্ত্যজ পরিষদের উপদেষ্টা হিসেবে অন্র্Íভূক্তির জন্য আহবান করা হলে তারা সম্মতি জ্ঞাপন করেন এবং সিদ্ধন্ত গৃহীত হয় যে, আগামী তিন মাসে উপজেলা অন্ত্যজ পরিষদ বাল্য বিবাহ প্রতিরোধ, বিভিন্ন সরকারী-বেসরকারী সেবা ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা কামিটিতে তাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য কাজ করবে।উক্ত কাজে উপদেষ্টাবৃন্দ তাদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
সভায় ভূমিজ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আরও বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম অফিসার দে অঞ্জন কুমার, মাঠ সংগঠক অর্জুন বিশ্বাস, তারেক সরকার, রীনা দাস ও বিলকিস আক্তার।
No comments
please do not enter any spam link in the comment box.