Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছায় মাদ্রাসা ছাত্র সাজউদ্দীন নিখোঁজ সন্ধান পেতে পিতার থানায় জিডি

    মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি// পাইকগাছায় দারুল উলুম শিববাটী মাদ্রাসা থেকে এক ছাত্র নিখোঁজ হয়েছে। এঘটনায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে নিখোঁজ ছাত্রের পিতা আনিচ সানা। 


    জিডি সূত্রে জানাযায়, উপজেলার ঢেমসাখালী গ্রামের আনিচ  সানার পুত্র সাজউদ্দিন সানা (১২) পাইকগাছা পৌরসভার  ৯ নং ওয়ার্ডস্থ দারুল উলুম মাদ্রাসা ছাত্র। সে গত ২২আগষ্ট বেলা ১১ টায় শিক্ষক এবং সহপাঠীদের কিছু না বলে  মাদ্রাসা থেকে চলেযায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। 


    পিতা আনিচ সানা জানান, আমার ছেলে মাদ্রাসা থেকে বেলা ১১ টার সময় হারিয়ে গেলেও মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে গভীর রাতে জানিয়ে দেন যে তার ছেলে হারিয়ে গেছে। আমি নিরুপায় হয়ে ছেলের সন্ধান পেতে পাইকগাছা থানায় নিখোঁজের সাধারণ ডাইরি করি। যার নং ১৩২৩ তারিখ ২৩/০৮/২১ ইং। 

    এ বিষয়ে ক্লাস শিক্ষক মোঃ হাবিবুল্লাহ জানান, দুপুরে খাবর খাওয়ার সময় জানতে পারি সাজউদ্দিন নিখোঁজ হয়েছে। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। 


    তার পিতা ছেলের সন্ধান চেয়ে বলেন, ছেলের  উচ্চতা ৪ ফুট ১", গায়ের রং শ্যামলা,  মুখোমন্ডল গোলাকার, পরনে ছিল চেক লুঙ্গি, হাপহাতা গেঞ্জি।  তার সন্ধান পেলে ০১৯৬১-৫৫০২৯৩ ও পাইকগাছা থানার ০১৩২০-১৪০৩১১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। 

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad