যশোরের কেশবপুরে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালককে গলাকেটে হত্যা-খুলনার খবর
খুলনার খবর// যশোরের কেশবপুরে রাসেল হোসেন (২২) নামে ভাড়ায়চালিত মোটরসাইকেলের এক চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত রাসেল কেশবপুর উপজেলার সাবদিয়া গ্রামের মাজেদ হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাগরদাঁড়ির শ্রীপুর-টেপার মাঠ নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, রাসেল ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সোমবার রাতে কেশবপুর শহর থেকে ভাড়ায় যাত্রী নিয়ে রাসেল চুকনগরে যান। সেখান থেকে দুজন যাত্রী নিয়ে সাগরদাঁড়ি যাচ্ছিলেন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন,আজ মঙ্গলবার সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি মাঠে একটি মরদেহ পড়ে আছে। পরে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। একই সময়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.