Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছার পৌর অভ্যন্তরে দিনভর অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত

    মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি// পাইকগাছা পৌরসভায় বাসস্টান্ড জিরো পয়েন্ট থেকে বাজার অভিমুখে প্রধান সড়কের উপর অবৈধ স্থাপনা ও বাজার অভ্যন্তরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ করলেন পৌর কর্তৃপক্ষ।

    আজ সোমবার সকাল থেকেই পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জুর উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বাসস্টান্ড জিরোপয়েন্টে থেকে পাইকগাছা বাজারের অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেন। এসময় তিনি বলেন, রাস্তার পাশের বিভিন্ন দোকান গড়ে ওঠে। এরি অন্তরালে দোকান মালিকরা দোকানের সামনে অতিরিক্ত টিনের চাল দিয়ে নিজ দখলে রেখে ব্যবসা পরিচালনা করে আসছে। একারণে রাস্তায় যানজট সহ দূর্ঘটনার কবলে পড়ছে যানবাহন সহ পথচারীরা। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র  শেখ মাজবুবর রহমান রঞ্জু, কবিতা রানী দাশ, কাউনন্সিলর ইমরান হোসেন, আব্দুল গফফর মোড়ল,  রাফেজা বেগম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।


    পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান জানান, কিছু অসাধু ব্যবসায়ীরা রাস্তার উপর  টিনের বেড়া বা চাল দিয়ে দখল করে রাখে। এ কারণে সাধারণ মানুষের যানমাল রক্ষায় ও সচ্ছ পৌরসভা গড়ার জন্য   এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আমরা প্রথম দিন কিছু স্থাপনা অপসরণ করে ও দোকান মালিকদের নিজ খরচে ভেঙ্গে ফেলার জন্য সতর্ক করে এসেছি।  যদি তারা না  স্থাপনা ভেঙ্গে বা সরিয়ে না নেন তাহলে আগামী কাল থেকে বুলডুজারের মাধ্যমে ভেঙ্গে ফেলা হবে।


    পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, যেহেতু পৌরসভার কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাই সেহেতু উপজেলা সমন্নয় ও আইন শৃঙ্খলা মিটিংয়ে উত্থাপনের পর সমন্নয় ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad