পাইকগাছায় গদাইপুর আ'লীগের উদ্যোগে ২১আগষ্টের আলোচনা সভা দোয়া প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি // পাইকগাছার গদাইপুর ইউনিয়ন আ"লীগ কর্তৃক আয়োজিত ২১ আগস্টে বর্বরোচিত গ্রেনেড হামলায় কেন্দ্রীয় আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নারীনেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আহতদের স্বরণে আলোচনা সভা প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
(২১ আগস্ট) শনিবার বিকেলে উপজেলার নতুন বাজার চত্বরে ইউনিয়ন অা'লীগের অাহবায়ক নির্মল চন্দ্র অধিকারীর সভাপিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ অাক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা অা`লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অানোয়ার ইকবাল মন্টু, জেলা অা'লীগের সদস্য শেখ অানিচুর রহমান মুক্ত, প্রধান বক্তা ছিলেন উপজেলা অ'লীগের সধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা কমিটির সহ-সভাপতি সমীরন কুমার সাধু, যুগ্ন-সাধারন সম্পাদক অানন্দ মোহন বিশ্বাস, মুক্তিযোদ্ধা অাঃ রাজ্জাক মলঙ্গী, ভাইস চেয়ারম্যান শিয়াবদ্দীন ফিরোজ বুলু।
প্রভাষক ময়নুল ইসলাম ও গদাইপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারমান প্রার্থী শেখ জিয়াদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে সোলাদানা ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী অাঃ মন্নান গাজী, লতা ইউপির নৌকা প্রতিকের প্রার্থী কাজল কান্তি বিশ্বাস, শংকর দেবনাথ, অারশাদ অালী বিশ্বাস, বিভুতি সানা, সৈয়দ অালী গাজী, শেখ ইকবল হোসেন খোকন, অসীম রায় চৌধুরি ,এ্যাড শেখ অাবুল কালাম অাজাদ, ব্যাবসায়ী দাউদ শরীফ,সহযোগী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, অাব্দুল করিম মোড়ল,শাহীন সানা,যুবলীগ নেতা অাজিজুল হাকিম, অাকরামুল ইসলাম,অাঃ গফ্ফার মোড়ল আনারুল ইসলাম, অশোক ঘোষ, নাজমা কামাল, শেখ জুলি, খুকু মনি ,ফাতেমা তুজ জোহরা রুপা, মানবেন্দ্র মন্ডল, অাল ইদ্রীস, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, তানজির মোস্তাফিজুর, রায়হান পারভেজ রনি মেহেদী হাসান নান্টু, মাজহারুল ইসলাম মিথুন, সহ উপজেলার সকল ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজামান বাবু বলেন,
২০০৪ সালের ২১ আগস্টে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হচ্ছিল। জননেত্রী শেখ হাসিনা’র বক্তব্য শেষ হওয়ার পরই সেখানে ভয়ঙ্কর শব্দে গ্রেনেড বিস্ফোরণ হয়। প্রতি দশ মিনিটের ব্যবধানে সেখানে একের পর এক গ্রেনেড বিস্ফোরণ হয়। ঘাতক দল সেদিন আরেকবার ৭৫এর ১৫ আগস্ট রচনা করতে চেয়েছিলো। তারা আওয়ামী লীগকে এ দেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো।
কিন্তু তাদের উদ্দেশ্যে সফল হয়নি। মহান আল্লাহ্ অশেষ রহমতে সেদিন দেশরত্ন শেখ হাসিনা বেঁচে যান। কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সেদিন শহীদ হয়। আমি তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। এই গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হলো তারেক জিয়া। খালেদা জিয়ার নির্দেশে তারেক জিয়া সেদিন গ্রেনেড হামলা করিয়েছিলো। তারেক জিয়াকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ২১ আগস্টের রায় কার্যকর করার দাবী জানাচ্ছি।
এমপি বাবু আরো বলেন মহামারি করোনাতে সারাদেশের ক্ষতিগ্রস্থ মানুষদের দফায় খাদ্য ও নগদ অর্থ সহায়তায় দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জনগণের জন্য বিনামূল্যে ভ্যাকিসিনের ব্যবস্থা করেছেন। দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ-জনগণ সেটি বুঝতে পেরেছে। তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগকেই জনগণ বিজয়ী করবে।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর।
No comments
please do not enter any spam link in the comment box.