ধর্মীয় শিক্ষার মূল্যবোধ মেনে সন্তানদের কে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে --এমপি বাবু
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি :-পাইকগাছা গদাইপুর ইউনিয়নের মঠবাটী পূর্বপাড়া দারুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রসা ও লিল্লাহ বোডিং এর আজীবন সদস্য সদস্য সম্মেলনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন,ধর্মীয় অনুসাশন মেনে আমাদের সন্তানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। রাষ্ট্রীয় নিয়মনীতি মেনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে দেশের জন্যেই সব কিছু করতে হবে। এ জন্য বাঙালী জাতির চেতনা ও আদর্শ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর মতো তার যোগ্য কন্যা শেখ হাসিনা'র সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর মাঠ পর্যায়ে আমরা কর্মী হয়ে এ চেষ্টায় ভূমিকা পালন করতে চাই। ধর্মীয় জ্ঞান প্রসারে কওমী মাদ্রাসার শিক্ষার স্বীকৃতি বর্তমান সরকারের অবদান।
এমপি বাবু- প্রধান অতিথি হিসেবে বুধবার বিকালে উপজেলার গদাইপুর ইউনিয়নে মঠবাটী পূর্বপাড়া দারুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রসা ও লিল্লাহ বোডিং এর আজীবন সদস্য সম্মেলনের বক্তব্যে উক্ত বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, শিক্ষা ও ধর্মীয় শিক্ষা বিস্তারে এ অঞ্চলে মাদ্রাসাটি ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আর এর জন্য তিনি এলাকাবাসীর এগিয়ে আসার আহবান জানান।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ গাজীর সার্বিক আয়োজনে মোঃ রহমত আলীর সভাপতিত্বে হাফেজ মাওঃ আব্দুল হান্নান ওমর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, প্রভাষক ময়নুল ইসলাম, অত্র ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শেখ জিয়াদুল ইসলাম জিয়া, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদুজ্জামান তুষার, আল ইদ্রিস, আশরাফুল ইসলাম সবুজ, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মেহেদী হাসান নান্টু, মাদ্রাসার শিক্ষার্থী, আজীবন সদস্যবৃন্দ ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.