“সংকটময় সময়ে দেশ ও জাতি’র আস্হা-আকাঙ্খার প্রতীক বিএনপি।"- বললেন হামিম
জহিরুল ইসলাম রাতুল,খুলনা// কড়া নড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেমন ছিল বিএনপি’র পার করা ৪২টি বছর? এ প্রশ্নের উত্তরে তানভীর বারী হামিম জানান ,এ প্রশ্নের জবাব রাজনৈতিক সচেতন মানুষ এবং ইতিহাসবিদেরাই দিক।আমি কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এ দলটির অবাক করা বিষয় নিয়ে।খুব অবাক লাগে ,যখন দেখি বাংলাদেশের জন্ম থেকে নয়,পূর্বের ব্রিটিশ-ভারত-পাকিস্তান শাসনকে হার মানোনো গত ১২-১৪টি বছর হিংসাত্মকভাবে বিএনপি নামক দলটি’র উপর অত্যাচারের মাত্রা দেখে ।আর বেশি অবাক হই যখন দেখি -এত লক্ষ-লক্ষ মামলা,হাজারো হামলা এবং শত-শত গুম,দেশি-বিদেশী রাজনৈতিক ষড়যন্ত্র ,দলছুট কিছু বেইমানের দল ভাঙার ষড়যন্ত্র,গোয়েন্দা সংস্হাদের রোষানল কোন কিছুতেই দমেনি এ দলটি ।বরং যদি ১ প্যাসকেল চাপ তাদের উপর বর্তায়, ৫প্যাসকেল সমপরিমান জনপ্রিয়তা জনগনের ভালোবাসায় তৈরি হয়ে যায় এই দলটির। আজ যখন লিখতে বসেছি-হতবাক হয়ে তাকাচ্ছি ।পূর্নিমার চাঁদের দিকে।আকাশের পানে তাকিয়ে বলছি-“হে সৃষ্টিকর্তা ,তুমি তো সবখানে বিরাজমান ।কি অদ্ভুত তোমার লীলাখেলা।তোমার রহমতে আজো বহু ষড়যন্ত্রকে হার মানিয়ে এ দলটি সাধারন জনগনের মনে বৃহৎ পরিসরে জায়গা করে নিচ্ছে দিনের পর দিন । দল ভাঙতে পর্যন্ত দেয়নি ।”
এ দল থেকে খন্দকার দেলোয়ার হোসেন এর মতন পরীক্ষিত সৈনিকের যেমন জন্ম হয়েছে ,ঠিক তেমনই নাজমুল হুদা’র মতন নেমক হারামদের জন্ম হয়েছে।
ইতিহাসে লেলিন এর কথা জেনেছি জেনেছি আরো অনেকের কথা যারা ভীনদেশে থেকেও নেতৃত্ব প্রদান করে মুক্ত করেছে তাদের দেশ-জাতিকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান ,সাচ্চা জাতীয়তাবাদ,দেশের গনমানুষের অহংকার,আশা-আকাঙ্খার প্রতীক তারেক রহমান আজ দেশান্তরীন হয়ে নির্বাসিত জীবন যাপন করলেও দিনের সর্বোচ্চ ১৬-১৮ ঘন্টা ব্যয় করছে দেশকে মুক্ত করবার এবং গনতন্ত্র পুনরুদ্ধার করবার অভিপ্রায়ে।
গাল ফোলা-আর নাকের ডগায় চশমাদের মতন ক্ষতিকর বহু পরজীবি তাদের প্রয়োজনে এবং চক্রান্তের অংশ হিসেবে নেতৃত্ব শূন্য করবার অভিপ্রায়ে বিভাজন বাড়াতে মহীরুহ হিসেবে অবস্হানরত এই দলটির কাঁধে পা রাখার চেষ্টা করেছে ।যদিও তাদের কিছু উদ্দেশ্য সফল হলেও ,নেতৃত্ব শূন্য এবং বিভাজন প্রক্রিয়ার উদ্দেশ্য এখনো পর্যন্ত সফল করতে দেয়নি এ দেশের সাধারন জনগন ।
যারা বিএনপি কে ভালোবাসে,বিএনপি কে সমর্থন করে ,বিএনপির চোখে স্বপ্ন দেখে ,বিএনপির প্রতি আস্হা রাখে সকলেই মনে করে - বিএনপি দলের প্রধান নেতৃত্ব এবং নির্বাচন কেন্দ্রিক যেকোন ধরনের রাজনৈতিক মোর্চায় প্রধান নেতৃত্ব ও অভিভাবক হিসেবে একমাত্র জিয়া পরিবার এবং জিয়া পরিবারই অবশ্যম্ভাবী । আর জিয়া পরিবারের সেই প্রতিনিধি হলেন দেশনায়ক জনাব তারেক রহমান ।
No comments
please do not enter any spam link in the comment box.