যশোের বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি হয়েছে আরোও ২ শত মেট্রিকটন তরল অক্সিজেন
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// শনিবার মধ্যরাতে যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ফের রেলপথে আমদানি হয়েছে আরোও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন।
ভারতের পেট্রাপোল স্থল বন্দর হয়ে বিশেষ অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্থল বন্দরের রেল স্টেশনে এসে পৌঁছায় পণ্যচালানটি খালাশের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কাস্টমস হাউসে হাজির করেছে"সিএন্ডএফ" এজেন্ট সারথী এন্টারপ্রাইজ।
লিনডে বাংলাদেশ লিঃ ২০০ মেঃ টনের তরল অক্সিজেন আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান লিনডে ইন্ডিয়া লিঃ ১৩ টি চালানে এ পর্যন্ত রেলপথে ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে ২ হাজার ৬১৬ মেট্রিক টন তরল অক্সিজেন।বেনাপোল স্থল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অক্সিজেন এক্সপ্রেসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে পৌঁছাবে। পরে সেখান থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব অক্সিজেন ট্যাংকারে করে সরবরাহ করা হবে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, ভারত থেকে রেলযোগে অক্সিজেন আমদানি শুরু হয়। সর্বশেষ ২৭ আগস্ট ২০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে মধ্যরাতে রাতে। ১৩ টি চালানে এ পর্যন্ত লিনডে বাংলাদেশ লিঃ নামে আমদানিকারক ২ হাজার ৬১৬ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে।
বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ডঃ নিয়ামুল ইসলাম জানান, ভারতে থেকে গত রাতে ২০০ মেঃ টন তরল অক্সিজেন আমদানি হয়ে খালাশের অপেক্ষায় বেনাপোল রেল স্টেশনে আছে। সরকারী ডিউটি পরিশোধ করেই তরল অক্সিজেনের চালানটি দ্রুত খালাশের জন্য নির্দেশনা দেয়া হয়েছে কর্মকর্তাদের।
No comments
please do not enter any spam link in the comment box.