খোকসা বিভিন্ন কর্মসূচি পালিত হলো জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর সপরিবারে ৪৬ তম মৃত্যুবার্ষিকী
আশরাফুল ইসলাম,খোকসা,কুষ্টিয়া//কুষ্টিয়া জেলা খোকসা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস ১৫ আগস্ট। এই আলোচনা সভায় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, খোকসা উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন, খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী, খোকসা থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা অফিসার কামরুজ্জামান সোহেল, খোকসা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার সেলিম রেজা, অন্যান্য।
এই সভায় উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন খোকসা থানা অফিসার ইনচার্জ রহমানসহ অনেকে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন বলেন ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কিছু বিপদগামী হ্যালো বঙ্গবন্ধু পরিবারকে সপরিবারে হত্যার চেষ্টা করে । সে যাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকার কারনে বেচে। তাদের উদ্দেশ্য ছিল দেশকে ধ্বংস করা কিন্তু মহান আল্লাহর কুদরতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে সফল করতে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন।
এক পর্যায়ে উপজেলা প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি করা হয় । তার পরিবারের কামনায় দোয়া মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.