Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অভয়নগরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসাসেবা

    প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // যশোর জেলার অভয়নগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন বিশেষজ্ঞ ডাক্তার। 

    যেখানে ২৯ জন ডাক্তার থাকার কথা সেখানে মাত্র ১০ জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা 


    জেলার গুরুত্বপূর্ণ শিল্পশহর হওয়ায় সরকারি এ হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন এক থেকে দেড়শ এবং বহির্বিভাগে তিন থেকে সাড়ে তিনশত রোগী সেবা নিয়ে থাকেন। 

    অতিরিক্ত রোগীর চাপ সামলাতে ১০ জন ডাক্তারকে প্রতিদিনই বিপাকে পড়তে হচ্ছে। বিশেষজ্ঞ ডাক্তার সংকটে অনেক রোগী ছুটছেন বেসরকারি হাসপাতালে ও প্রাইভেট ক্লিনিকে। 


    সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, পরিচ্ছন্ন পরিবেশে সেবা গ্রহনের অপেক্ষায় জরুরী ও বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইন। বেড সংখ্যার থেকে রোগী বেশি হওয়ায় অনেক রোগীকে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

    বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় আধুনিক অপারেশন থিয়েটার বন্ধ রাখা হয়েছে। 

    জটিল রোগের চিকিৎসার উদ্দেশ্যে আসা বর্ণী গ্রামের হুসাইন আলী বলেন, বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় তার স্ত্রীকে নিয়ে খুলনা যেতে হচ্ছে। 

    তিনি দাবি করেন, সরকারি হাসপাতালে ডাক্তার সংকট সমাধানের বিশেষ প্রয়োজন। 

    উপজেলার বাগুটিয়া ইউনিয়নের হাড়ের সমস্যায় ভোগা রোগী সুজাতা বিশ্বাস বলেন, গ্রাম থেকে সরকারি হাসপাতালে এসে হাড়ের ডাক্তার খুঁজে পেলাম না। 

    এ অবস্থায় যশোর খুলনা যাতায়াত করা যেমন কষ্টের তেমন খরচেরও বটে। 

    কবে থেকে যে এই হাসপাতালে সব সেবা পাবো?  এমন প্রশ্ন করে তিনি চলে যান। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলিমুর রাজীব বলেন, পর্যাপ্ত জনবল ও বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় অনেক রোগী সেবা না পেয়ে অন্যত্র চলে যায়। 

    তিনি আরও জানান, একেতোই ডাক্তার সংকট তারপর ফিল্ড স্টাফ ৫৭ জনের মধ্যে রয়েছে ৩২ জন, নার্স ২৮ জনের মধ্যে রয়েছে ২৬ জন, সাপোর্ট স্টাফ ২৪ জনের মধ্যে রয়েছে ১৭ জন, ফিজিশিয়ান ১৯ জনের মধ্যে ৭ জন, ডেন্টাল সার্জন একজনও নাই, এএমসি একজনও নাই এবং অন্যান্য কাজের সাথে জড়িত ১৮ জনের মধ্যে রয়েছে ১৩ জন।

    ৫২ টি পদের বিপরীতে এখনও জনবল সংকট রয়েছে। 

    তিনি আরও বলেন এ ব্যাপারে উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। 


    বিশেষজ্ঞ ডাক্তারসহ অন্যান্য পদগুলো সচল হলে প্রতিদিন অনেক রোগীর সেবা নিশ্চিত হবে। বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে আর রোগীদের অন্যত্র ছোটাছুটি করতে হবে না।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad