Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোর জেলা বিএনপি'র কার্যালয় হামলা ও ভাঙচুর - খুলনার খবর

    মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোর জেলা বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে একদল সন্ত্রাসী আজ দুপুর সাড়ে বারোটার দিকে লালদিঘী পাড়স্থ পার্টি অফিসে হামলা চালায়।

    তাদের হাতে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু ছুরিকাহত হয়েছেন। পরে হামলাকারীরা পার্টি অফিসে ভাংচুর ও নেতাকর্মীদের মারপিট করে। এতে অন্তত ১০জন নেতাকর্মী আহত ও বেশ কিছু মোটরসাইকেল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করা হয়েছে।

    জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন জানান, সকালে তারা প্রতিদিনের মতই পার্টি অফিসে বসে নেতাকর্মীদের সাথে কথা বলছিলেন। তার কিছু সময় আগে জেলা ছাত্রদলের পক্ষথেকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই  একদল সন্ত্রাসী পার্টি অফিসে এসে ভাংচুর শুরু করে। তাদেরকে বাধা দিলে  আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। 

    এসময় তারা গোলাম রেজা দুলুকে ছুরিকাঘাত করে। এসময় দেলোয়ার হোসেন খোকনের  বুকেও লাথি মারে বলে জানান তিনি। পরে তারা অফিসের বিভিন্ন রুমের আসবাবপত্র, টেলিভিশন, কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ চেয়ার টেবিল ভাংচুর করে। অফিসের বাইরে থাকা বেশ কিছু মোটর সাইকেলও ভাংচুর করে তারা।

    সবশেষে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যায়। আহত গোলাম রেজা দুলুকে উদ্ধার করে নেতাকর্মীরা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার সাথে জড়িততের আটকের দাবি জানিয়েছে বিএনপি।

    এ বিষয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে হাজির হয়। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন বলে জানান মি.তাজুল ইসলাম।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad