Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা-যশোরের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||আলহাজ্ব মোঃ ইয়াকুব রাজা|পাটখাতে ১১ দফা দাবিতে ধর্মঘটে যাচ্ছে শ্রমিকরা।

    আগামীকাল(মঙ্গলবার) ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট পালনের ডাক দিয়েছে শ্রমিকরা।
    এ ধর্মঘটের সমর্থনে আজ সোমবার সকালে শ্রমিকরা মিলগুলোতে পৃথক গেট সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

    খুলনার খালিশপুর  শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর, দিঘলিয়া শিল্পাঞ্চলের স্টার, আটরা শিল্পাঞ্চলের আলীম ও ইস্টার্ন এবং নওয়াপাড়া শিল্পাঞ্চলের কার্পেটিং ও  জেজেআইর শ্রমিকরা স্ব স্ব মিল গেটে সমবেত হয়। সেখানে পৃথক গেট সভা শেষে বিক্ষোভ মিছিল বের হয়। খালিশপুরের ৪টি মিলের শ্রমিকরা মিছিল নিয়ে বের হয়ে নতুন রাস্তা মোড়ে এসে এক হয়ে যায়। এরপর মিছিলটি দৌলতপুর ঘুরে নতুন রাস্তা হয়ে আবার স্ব স্ব মিলে গিয়ে শেষ। এ সময়ে নতুন রাস্তা থেকে দৌলতপুর পর্যন্ত এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়।

    একইভাবে আটরা শিল্প এলাকায় আলিম জুট মিলের সামনে ও নওযাপাড়া শিল্প এলাকায় রাজঘাট এলাকায় খুলনা যশোর মহাসড়কেও শ্রমিক বিক্ষোভ চলাকালে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

    পৃথক গেট সভায় বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদর যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, সোহরাব হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, খালিশপুর জুট মিল সিবিএর সভাপতি আবু দাউদ দ্বীন মাহাম্মদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম শেখ, শ্রমিক নেতা কাওসার আলী মৃধা, খলিলুর রহমান, সেলিম আকন, স্টার জুট মিলের সিবিএ’র সভাপতি বেল্লাল মল্লিক, সিবিএ’র সাধারণ সম্পাদক আ. মানান, আবু হানিফ, গাজী জিয়াউর রহমান, আটরা শিল্পা এলাকার আলীম ও ইস্টার্ন জুট মিলের সমাবেশে আলীম জুট মিলর সিবিএ সভাপতি সাইফুল ইসলাম লিঠু, সাধারণ সম্পাদক আ. হামিদ সরদার, মুজিবর রহমান, মকবুল হোসেন, ইস্টার্ন জুট মিলের মো. আলাউদ্দীনসহ আরো অনেকে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad