দিঘলিয়া উপজেলা হবে খুলনার উপশহর-সালাম মূর্শেদী (এমপি)||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
তিনি বলেন, দিঘলিয়া উপজেলা হবে খুলনা শহরের উপশহর। এর মাধ্যমে ওই এলাকায় নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে। বৃদ্ধি পাবে কর্মসংস্থান। এর মাধ্যমে এলাকায় দেশের উন্নয়নের ধারাবাহিকতায় খুলনা-৪ আসনেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
দিঘলিয়া-আড়ূয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের প্রথম কিলোমিটারে ভৈরব নদীর উপর ভৈরব সেতু নির্মাণ প্রকল্প একনেকে প্রকল্প পাস হওয়ায় বুধবার দিঘলিয়া উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে এক আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে সাংসদ সালাম মূর্শেদী এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, সাংসদ পত্নী সারমিন সালামসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আপামর জনসাধারণ।
No comments
please do not enter any spam link in the comment box.