খুলনা জেলার বিভিন্ন থানায় সচেতন মূলক ব্যানার স্থাপন ||খুলনার খবর২৪||
খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী||আজ খুলনা জেলার ডুমুরিয়া,ও রুপসা থানার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে থানা পুলিশের পক্ষ থেকে সচেতনমূলক ব্যানার স্থাপন করতে দেখা যায়।
মাননীয় আইজিপি, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, মহোদয় ও পুলিশ সুপার , খুলনা জেলা মহোদয়ের নির্দেশনা মোতাবেক জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ার নিমিত্তে অফিসার ইনচার্জ, রূপসা ও ডুমুরিয়া থানা কর্তৃক থানায় জিডি, মামলা, পুলিশ ক্লিয়ারেন্স সহ যেকোন ধরনের পুলিশী সেবা গ্রহণের জন্য কোন প্রকার হয়রানী যাতে না হয় সেই লক্ষ্যে রূপসা ও ডুমুরিয়া থানাধীন গুরুত্বপূর্ণ স্থান সমূহে সচেতনতা মুলক ব্যানারের খন্ড চিত্র বসানো হয়েছে।
আরো উল্লেখ করা হয়েছে পুলিশ কর্তৃক কোন অবহেলা দূর্ব্যবহার,সেবাপ্রদানে অস্বীকৃতি,আর্থিক লেনদেন বা হয়রানির শিকার হলে কাঙ্খিত সেবা ন্যায় বিচার প্রাপ্তির নিমিত্তে নিন্মোত্তো পুলিশ কর্মকর্তার সাথে মোবাইল ই-মেইল অথবা সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। কর্মকর্তার নাম জি, এম,আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও দক্ষিণ) মোবাইল নং- ০১৭১৩৩৭৪০৯৬ ই-মেইল-spkhulna@police.gov.bd
No comments
please do not enter any spam link in the comment box.