খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী||খুলনার ডুমুরিয়ায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ সেনাসদস্য।
গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বালিয়াখালি ব্রিজ সংলগ্ন এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্য হলেন- ল্যান্স করপোরাল মো. শফিকুল ইসলাম। আহতদের মধ্যে রয়েছেন- করপোরাল আজিজুল হক, সৈনিক নাদিম, সৈনিক সুমন, সৈনিক ইমরান, সিভিল ম্যান জুয়েল, সৈনিক তরিকুল, সৈনিক রাসেল, সার্জন আতিকুর রহমান, সৈনিক ফয়সাল ও আফজাল, রাজু, আরিফ। আহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই জন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।
ঘটনার পর গাড়ি, আগ্নেয়াস্ত্র, খাদ্য সামগ্রীসহ অন্যান্য মালামাল উদ্ধারে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন।
ডুমুরিয়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বিপ্লব বলেন, শীতকালীন মহড়ার জন্য সেনাবাহিনীর গাড়িটি বরিশাল থেকে খুলনা হয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডমুরিয়ার বালিয়াখালী ব্রিজ সংলগ্ন এলাকায় ডোবায় পড়ে যায়।সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।
তিনি জানান, আহতদের সবাইকে হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে
No comments
please do not enter any spam link in the comment box.