খুলনার শাহপুর মধুগ্রাম কলেজের ৫০ বছর পূর্তি || সুবর্নজয়ন্তী উৎযাপিত||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী||বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ডুমুরিয়ার সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
৫০ বছর পূর্তি উপলক্ষে গত ২৫ ডিসেম্বর আলোক সজ্জিত রঙিন পরিবেশে ‘সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো, উদ্বোধনী সঙ্গীত, পবিত্র কুরআন তিলায়াত, ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর শুভ সূচনা হয়।দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজ বিরতি শেষে শুরু হয় বরেণ্য ব্যক্তিদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘স্মৃতিকথা’। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আলো আমার আলো’ পরিবেশনার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের অধ্যক্ষ মো: আমিনুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহনাজ বেগম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ শেখ আব্দুল জলিল, খুলনা জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, জিএম আশরাফুল ইসলাম, গাজী তৌহিদ আহম্মেদ, ডা: দীন মোহাম্মাদ খোকা, লে. কর্নেল খিজির খানসহ সাবেক শিক্ষার্থীরা।
No comments
please do not enter any spam link in the comment box.