খুলনায় দিনে দুপুরে মটরসাইকেল চুরি||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী||গতকাল ফুলবাড়িগেট দিনে দুপুরে রেলক্রসিং এর পাশের একটি অফিসের সামনে থাকা মটর সাইকেল চুরি হয়।
দোকানে থাকা সি সি টি ফুটুজে দেখা যায় এই ছবির লোক গুলো গতকাল ৬/১২/১৯ তারিখে ফুলবাড়ি গেট পল্টু ভাই এর অফিসের সামনে থেকে রিপন নামক এক ব্যক্তির একটি মটরসাইকেল যাহার নম্বর খুলনা মেট্রো ল-১২-০৪১০ চুরি করে নিয়ে গিয়েছে , বাইকের মালিক জানান চোরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন নিউজ এ প্রকাশ করা হয়েছে আপনারা যদি কেউ এদের সন্ধান পান তাহলে দয়া করে এই নম্বরে কল করবেন (০১৭১১২৬৭৫১০) সন্ধান দাতাকে উপযুক্ত পুরুষ্কার দেওয়া হবে। এ ব্যাপারে নগরীর খানজাহানআলী থানায় একটি জিডি করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.