প্রেমিকাকে ডেকে নিয়ে গনধর্ষনের অভিযোগ ||আটক-১||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
খুলনার খবর২৪||বাগেরহাট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডেকে এনে প্রেমিকসহ তিনজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার বিকেলের এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়।
শনিবার রাতে পুলিশ মূল অভিযুক্ত রফিক মুন্সিকে গ্রেপ্তার করেছে। রফিক টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের হাবিবুর মুন্সির ছেলে। মামলার অন্য আসামিরা হলো- একই গ্রামের ছবেদ আলী শেখের ছেলে মাজহারুল শেখ এবং মিজানুর রহমান শেখের ছেলে আবু দাউদ মিল্টন শেখ।
টুঙ্গিপাড়া থানার ওসি জানান, ৯ মাস আগে ওই তরুণীর সঙ্গে রফিকের পরিচয় হয়। এরপর তারা মোবাইল ফোনে কথা বলত। গত শুক্রবার তরুণীকে ফোন করে টুঙ্গিপাড়ায় ডেকে নেয় রফিক। এরপর তিনজন মিলে তাকে ধর্ষণ করে। মামলার পর পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শনিবার ওই তরুণীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে
it's not good . why that happened .
ReplyDelete