দিঘলিয়ার শীর্ষ সন্ত্রাসী রিপন শেখ গ্রেপ্তার ||খুলনার খবর২৪
ছবি সংগৃহিত |
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর রাতে র্যাব-৬ এর সদস্যরা দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। রিপন শেখ ফরমায়েশখানা এলাকার বনসার বলীর ছেলে। রিপনের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অন্যরা হলো, পাবনা জেলা সদরের বাবুল শেখের ছেলে আব্দুল্লাহ কাওছার (২৪) ও খুলনা মহানগরীর খালিশপুরের মো. আকরাম শেখের ছেলে ইকবাল শেখ (২৭)।
র্যাব-৬ এর পরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ আজ (বৃহস্পতিবার) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, রিপন বার্মাশিল ঘাট মালিক সমিতির সভাপতি ও দিঘলিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ৯টি গুলি, একটি ম্যাগাজিন, ১৯টি রামদা, চারটি মোবাইল, চারটি সিম,একটি মেমোরি কার্ড ও নগদ ১৩৫০টাকা জব্দ করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.