খুলনায় প্রথম ভ্রাম্যমান ড্রামসেতু || সুবিধা পাচ্ছে রুপসা-তেরখাদার হাজারো মানুষ||
খুলনার খবর২৪||আলহাজ্ব মোঃ ইয়াকুব রাজা||খুলনায় সর্ব প্রথম ভ্রাম্যমাণ ড্রাম সেতুতে সুবিধা পাচ্ছে রুপসা-তেরখাদার দুই উপজেলার হাজারো মানুষ। সম্পূর্ণ টোল ফ্রিতে আঠারো বেঁকি নদীর ওপর এ সেতু দিয়ে যাতায়াত করছে জেলার রূপসা ও তেরখাদা উপজেলাবাসী।
এ ড্রাম সেতুটি এখন খুলনার আশপাশের মানুষের দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে। ছুটির দিনসহ প্রতিদিন বিকালে ড্রামের তৈরি সেতু দেখতে ভিড় করেন দর্শনার্থীরা।খুলনা শহর থেকে ২০ কিলোমিটার দূরে আঠারো বেঁকি নদীর ওপর খুলনার একমাত্র ড্রামের সেতু নির্মান করা হয়েছে। এর পশ্চিম পাশে তেরখাদা উপজেলার আজোগড়া ইউনিয়নের শেখপুরা বাজার এবং পূর্বপাশে রূপসা উপজেলার শিয়ালী বাজার।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা যায়, বর্তমান সংসদ সদস্য (এমপি) আবদুস সালাম মুর্শেদী দুই উপজেলার মানুষের সুবিধার কথা বিবেচনা করে নদী পারাপার টোল ফ্রি করে দিয়েছেন। দুই এলাকার মানুষের সুবিধার কথা বিবেচনা করে ব্রিজ নির্মাণের বিষয়টি সামনে আসে। কিন্তু স্বল্পসময়ে ব্রিজ নির্মাণ অসম্ভব হওয়ায় তিনি প্লাস্টিকের ড্রামের সেতু নির্মাণ করার আশ্বাস দেন। যার ফলশ্রুতিতে এমপির নিজস্ব তহবিল এবং দুই উপজেলা চেয়ারম্যানসহ এলাকাবাসীর সহযোগিতায় ড্রামের সেতু নির্মাণ করা হয়। যা চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে চালু হয়।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী বলেন, দুই উপজেলার হাজারো মানুষের উপকারের কথা চিন্তা করে আমি ব্যক্তিগতভাবে ভ্রাম্যমাণ ড্রামের সেতু নির্মাণে অর্থায়ন করেছি। বিনা টোলেই সেতু পারাপারে উপকার পাচ্ছে হাজার হাজার মানুষ। তিনি আরও বলেন, ইতিমধ্যে এ নদীর ওপর ব্রিজ নির্মাণে এলজিইডিকে লিখিতভাবে জানানো হয়েছে। ভবিষ্যতে এখানে ব্রিজ নির্মাণ করতে আমি সর্বাত্মক চেষ্টা করব।
No comments
please do not enter any spam link in the comment box.