খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৫ সদস্য আটক||খুলনার খবর২৪
ছবি সংগৃহিত |
খুলনার খবর২৪||শরিফুল ইসলাম||খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আল্লাহর দল'-এর ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬।
গতকাল রবিবার (২৯ডিসেম্বর) ভোরে লবনচরা এলাকায় গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডনোট, লিফলেট, দোকানঘর ভাড়ার চুক্তিপত্র, উগ্রবাদী কবিতা, হাতে লেখা সংগঠনের কার্যবিধি প্রভৃতি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জঙ্গি সংগঠনের যশোর জেলার নায়েক রিপন (৩৮), যুগ্ম জেলা নায়েক মো. মুকুল হোসেন (৩৬), সহ জেলা নায়েক মো. ইয়াছিন আলী (৩৮), থানা নায়েক মো. শুকুর আলী (২৯) ও গ্রাম নায়েক মো. সোহানুর রহমান সোহান (২৩)।
আজ রবিবার দুপুরে র্যাব-৬’র অধিনায়ক লেফ. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা এই সংগঠনের সদস্য সংগ্রহ, দলীয় গোপন বৈঠক, উগ্রবাদী বই ও টাকা বিতরণ করতো। গোয়েন্দা নজরদারির পর রবিবার ভোর রাতে খুলনার লবণচরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.