সাতক্ষীরার কালিগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ||আহত ৪||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
খুলনার খবর২৪|| সাতক্ষীরার কালিগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে।
গতকাল (সোমবার) ২রা ডিসেম্বর সকাল ১০টায় কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর মধুগ্রাম কলেজের অর্নাস ২য় বর্ষের ছাত্ররা একযোগে ৭টি মোটর সাইকেলে সুন্দরবন ভ্রমণে যাচ্ছিল। সেখানে দু’টি মোটর সাইকেল দুর্ঘটনাকবলিত হলে তাদের ভ্রমণের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।মোটরসাইকেল বহরটি কালিগঞ্জ-শ্যামনগর সড়কের কাঁটাখালী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে।
র্যাব সদস্যেরা তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আহতরা হলেন,শাহাপুর গ্রামের মাওলা গাজীর ছেলে রাজন গাজী (২২), ডুমুরিয়া উপজেলার মিকসিমিল গ্রামের আবুল কালাম গাজীর ছেলে নোমান গাজী (২১), আবজাল গাজীর ছেলে অপু গাজী (২০), একই গ্রামের সাইফুল সরদারের ছেলে সাকিব সরদার (২২)।
No comments
please do not enter any spam link in the comment box.