আজ খুলনায় আসছেন নৌ-বাহিনীর প্রধান ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||আবিরপাখি||আজ সোমবার (০২ ডিসেম্বর) নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী খুলনা আসছেন।
এই সফরসূচি অনুযায়ী তিনি সকাল সাড়ে ৯টায় বানৌজা তিতুমীর-এ নতুন নাবিক বি-২০১৯ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি এবং বিকেল সাড় ৩ টায় শিপইয়ার্ডে ৫টি পিসি’র কিল লেয়িং অনুষ্ঠানে প্রধান অতিথি হেসেবে যোগদান করবেন।
No comments
please do not enter any spam link in the comment box.