কক্সবাজারে ভ্রমনে গিয়ে লাশ হয়ে ফিরলো খুলনার ছেলে শেখ রেজওয়ান||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
দাকোপের বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুল হামিদের নাতি। এ ঘটনায় গোটা দাকোপবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় পরিবারের সাথে বসবাস করে শেখ রেজওয়ান খুলনা সেন্ট যোজেফ স্কুলের অষ্টম শ্রেনীর মেধাবী ছাত্র ছিল।
স্বজনদের সাথে রেজওয়ান এবং তার বোন কক্সবাজারে যায় বেড়াতে। বুধবার সকালে হিমছড়ির সৈকতে আনন্দ উৎসবে সকলে মাতোয়ারা। হটাৎ স্রোতের টানে সকলে নিরাপদে উঠে আসতে পারলেও রেজওয়ান নিখোজ হয়ে যায়। সেই থেকে নৌ বাহিনী কোষ্টগার্ডসহ বিভিন্ন সংস্থা টানা উর্দ্ধার অভিযান পরিচালনা করতে থাকে। অবশেষে প্রায় ৩০ ঘন্টা পর গতকাল বৃহস্পতিবার বেলা ২ টার দিকে কোষ্টগার্ড রেজওয়ানের লাশ উর্দ্ধার করতে সক্ষম হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রেজওয়ানের সংবাদ ও ছবি। সর্বশেষ এমন মর্মান্তিক মৃত্যুর সংবাদ শোনার পর দাকোপের সকল রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ আপামর জনতা শোক প্রকাশ করেছে।
শিশু রেজওয়ানের রুহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেছে।
- রেজওয়ানের বাবা বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী রাজনীতিবিদ, মা খুলনা নজরুল নগর কলেজের প্রফেসার। তার দাদা মরহুম শেখ আব্দুল হামিদ ছিলেন দাকোপ সদর ইউনিয়নের ৪০ বছরের চেয়ারম্যান ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.