খুলনাসহ তিন বিভাগে জ্বালানি তেলের ১৫দফা দাবিতে কর্মবিরতি ঘোষনা ||খুলনার খবর২৪
অমিত আকুঞ্জী|| কাল থেকে খুলনা সহ ৩ বিভাগে জ্বালানী তেলের ১৫ দফা দাবিতে কর্মবিরতি ঘোষনা।
আজ ১লা ডিসেম্বর থেকে খুলনা বিভাগ সহ রংপুর ওরাজশাহী বিভাগে সকল ট্যাংকলরী মালিক শ্রমিক ও জ্বালানি তেল ব্যাবসায়িদের ডাকে ১৫ দফা দাবিতে তেল উত্তলন বিক্রয় ও পরিবহন বন্ধ রেখে ১ লা ডিসেম্বর-১৯ থেকে অনির্দিষ্টকালের কর্ম বিরতি ঘোঘনা করেছে।
খুলনা শহরের বিভিন্ন তেলের পাম্পে গিয়ে দেখা যায় আগাম সতর্কবার্তা হিসাবে মটরসাইকেল মাহিন্দ্রা সহ বিভিন্ন মটরজান গাড়িগুলো তেল নেওয়ায় জন্য ভিড় জমাচ্ছে।
১৫ দফা দাবির গুলো হলো জ্বালানী তেল বিক্রয়ে প্রচলিত কমিশন ৭.৫% করতে হবে।জ্বালানি তেল ব্যাবসায়িরা কমিশন এজেন্ট নাকি উৎপাদন প্রতিষ্ঠান?বিষয়টি সুনির্দিষ্ট করতে হবে। প্রিমিয়ার পরিশোধ সাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের ৫ লক্ষ টাকা দূর্ঘটনা বিমা প্রথা প্রনয়ন করতে হবে।ট্যাংকলরী বাড়া বৃদ্ধি করতে হবে।পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এর লাইসেন্স গ্রহণ বাতিল করতে হবে। পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল করতে হবে পেট্রোল পাম্পের অতিরিক্ত পাবলিক টয়লেট জেনারেল স্টোর ক্লিনার নিয়োগ বাতিল করতে হবে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রলপাম্পের প্রবেশদ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণ প্রথা বাতিল করতে হবে।ট্রেড লাইসেন্স ও বিস্ফোরণ লাইসেন্স ব্যতীত অন্নদাতা প্রতিষ্ঠান কর্তৃক লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল করতে হবে।
বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক পাঁচ বছর অন্তর বাধ্যতামূলক ক্যালিব্রেশন এর সিদ্ধান্ত বাতিল করতে হবে। ট্যাঙ্কলরি চলাচল ভাঙ্গা ফরিদপুর রাজবাড়ী নড়াইল কাটাখালী হাইওয়ে সহ সর্বত্র পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। সুনির্দিষ্ট দপ্তর ব্যতীত সরকারি অন্যান্য দাপ্তরিক প্রতিষ্ঠান কর্তৃক ডিলারদের হয়রানি বন্ধ করতে হবে।
নতুন কোন পেট্রোল পাম্প নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় জ্বালানি মালিক সমিতর ছাড়পএের বিধান রাখতে হবে। পেট্রোল পাম্পের পাশে কোন স্থাপনা নির্মাণের পূর্বে জেলা প্রশাসনের অনাপওি সনদপএ গ্রহনের বিধান রাখতে হবে।মোংলা নড়াইল বেনাপোল সহ বিভিন্ন জেলায় ট্যাংকলরী থেকে জোরপূর্বক পৈরসভা চাদা গ্রহন বন্ধ করতে হবে।
No comments
please do not enter any spam link in the comment box.