ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী||ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল(রবিবার) দুপুর ১২টায় উপজেলা চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব দাসের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ কৃষকের হাতে সার ও বীজ তোলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ। অন্যান্যর মধ্যে ছিলেন, কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার মুস্তাফিজুর রহমান প্রমূখ। উপজেলা কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন বলেন,চলতি মৌসুমে কৃষি প্রণোদোনা কর্মসূচীর আওতায় ১৪টি ইউনিয়নের ৬৯০ জন কৃষককে ভূট্রা,মুগ ডাল, তিল ও সূর্যমুখী’র বীজ দিয়ে উৎসাহিত করা হয়েছে। যাতে উপজেলার কৃষক এ সব ফসল’র প্রতি বেশী আগ্রহ হয়। পাশা-পাশি উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে একই সময় শহীদ জবোয়েদ আলী মিলনায়তনে সরকারী ভাবে আমন ধান ক্রয়ের লক্ষে উপজেলার শতকরায় ১৫ জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। যার নামের তালিকা প্রতি ইউনিয়নে টানিয়ে দেয়া হবে বলে জানা যায়।
No comments
please do not enter any spam link in the comment box.