Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় একদিনে ৩৫ জনের করোনাভাইরাস সনাক্ত||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪|| খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার ২৮৩টি নমুনা পরীক্ষার পর ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ১৯জন, বাগেরহাটের ৪জন, সাতক্ষীরার ৯জন, যশোরের ১জন এবং পিরোজপুরের ২জন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

    অপরদিকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা জানান,গতকাল শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় ২০ হাজার ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ১৬ হাজার ১৫২জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৫৬জন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad