সাতক্ষীরায় মোটরসাইকেল ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||সাতক্ষীরায় মোটরসাইকেল ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের তুজলপুর ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত রয়েছেন আরো একজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই নির্মাণ শ্রমিক একটি ভাড়ার মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাতক্ষীরা-যশোর মহাসড়কের তুজলপুর ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর অন্যজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেক জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন সদর উপজেলার বেতলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোটরসাইকেল চালক মোকলেছুর রহমান (২৫) ও মোটরসাইকেল আরোহী একই উপজেলার ভাড়ুখালী গ্রামের মোবারক আলীর ছেলে আব্দুর রকিব (২৭)। এছাড়া আহতদের মধ্যে আসাদুল ইসলাম (২৬) নামে আরেক শ্রমিককে খুলনা নেয়ার পথে চুকনগর এলাকায় পৌঁছালে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়েছে।
গুরুতর আহত ভ্যান চালক সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ এর ছেলে শাহাজাহান আলীকে খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No comments
please do not enter any spam link in the comment box.