দলের নাম ব্যাবহার করে কোন প্রকার অপকর্ম ও নিজের ভাগ্য বদল করতে দেওয়া হবে না- সিটি মেয়র
খুলনার খবর২৪||গতকাল (২৬ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৪টায় ফুলবাড়ীগেট আই আর আই এর সম্মেলন কক্ষে খাঁনজাহান আলী থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের নাম ব্যবহার করে নিজের ভাগ্য পরিবর্তন করা যাবেনা।কোন প্রকার অপকর্ম করতে দেওয়া হবে না। দলের কোন কমিটিতে মাদক. সন্ত্রাস, ভূমি দস্যু, চাদাবাজ এবং বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হবে না। সংগঠনকে গতিশীল করতে অনুপ্রবেশকারীদের হাতে কোন ভাবেই নেতৃত্ব দেওয়া যাবে না।
এসময় তিনি খানজাহান আলী থানার অন্তর্গত ৫টি ওয়ার্ডের পুর্ণাঙ্গ কমিটি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মহাগনর আওয়ামীলীগের কাছে জামা দেওয়ার নির্দেশ দেন।
এই বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ফারুক হাসান হিটলু।
বিশেষ বর্ধিত সভায় আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক শ্রমিক বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ খান খোকন, শেখ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমানসহ আরো অনেকে।এসময় খানজাহান আলী থানা ও থানার অন্তর্গত ৫টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.