কঠোর পরিবর্তন আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ফেসবুকের জুড়ি মেলা ভার। কাজে-অকাজে এই মাধ্যমটি হয়ে ওঠেছে সবার নিত্যসঙ্গী। আগামী অক্টোবর মাসে নিজেদের টার্মস ও সার্ভিসে পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ এই মাধ্যমটি।
গ্রাহকের একাউন্টটিকে নিরাপদে রাখতেই এই নিয়ম চালু করা হচ্ছে।গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক ঘোষণায় ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ব্যবহারকারীর কনটেন্ট ডিলিট বা এক্সেস রেস্ট্রিক্ট চাইলে ফেসবুক করে দিতে পারে। কনটেন্টের কারণে আইনি জটিলতার ঝুঁকি থাকলে সেই কনটেন্টের বিষয়ে এই পদক্ষেপ নিতে পারে ফেসবুক। একইসাথে বর্ণবাদী, অশালীন ও উস্কানিমূলক কনটেন্টের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেজবুক কর্তৃপক্ষ।
ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ব্যবহারকারীদেরকে নিরাপদ রাখতে, ক্ষতিকর রাজনৈতিক কনটেন্ট বা সাইবার হামলা প্রতিরোধ করতে প্রতিদিনই ফেসবুককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে।এবং আগামীতেও এই ধরনের পদক্ষেপ পরিচালিত হবে।
No comments
please do not enter any spam link in the comment box.